ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিন

সু চিকে মোদি

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

মিয়ানমারের ভূমিপুত্র রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রোববার থাইল্যান্ডের ব্যাংককে আশিয়ান সম্মেলনের ফাঁকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত ফিরিয়ে নিতে এবং নিরাপদ ও টেকসই পন্থা অবলম্বন করতে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির প্রতি আহ্বানও জানান।

এ সময় মোদি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা ভারত, মিয়ানমার ও বাংলাদেশের সমস্যা।’

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করে বলা হয়, রাখাইনে ভারতের চলমান প্রকল্প সম্পর্কে দুই নেতার মধ্যে কথা হয়েছে। প্রথম প্রকল্পের আওতায় রাখাইনে ইতোমধ্যে ২৫০টি অস্থায়ী ঘর মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ভারত।

নরেন্দ্র মোদি জানান, রাখাইনে আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজন হলে আরও প্রকল্প হাতে নেবে ভারত।

 
Electronic Paper