ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সুধীর বরণ মাঝি
🕐 ৪:১৬ অপরাহ্ণ, নভেম্বর ০৪, ২০১৯

১। কোন প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের উজ্জীবিত অংশ শনাক্ত করা সম্ভব?
ক) রেটিনা স্ক্যান
খ) সিটি স্ক্যান
গ) ফিঙ্গার প্রিন্ট স্ক্যান
ঘ) টমোগ্রাফি
২। আমাদের দেশে বর্তমানে প্রযুক্তিবিষয়ক সবচেয়ে বড় কোম্পানি কোনটি?
ক) সফটওয়্যার কোম্পানি
খ) টিভি চ্যানেল কোম্পানি
গ) ভার্চুয়াল কোম্পানি
ঘ) মোবাইল কোম্পানি

৩। পাঠ্যবই ডাউনলোড করার জন্য তুমি কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারো?
ক) NTCB খ) NCTB
গ) BTRC ঘ) NTRCA
৪। তারবিহীন প্রযুক্তি কী হিসেবে পরিচিত?
ক) মিডিয়া খ) কো-এক্সিয়াল কেবল
গ) ওয়াই-ফাই
ঘ) অপটিক্যাল ফাইবার
৫। কোন প্রযুক্তির সাহায্যে কাস্টমারের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া যায়?
ক) ইন্টারেক্টিভ কল টেকনোলজি
খ) অটোম্যাটিক মনিটরিং টেকনোলজি
গ) অটোম্যাটিক টেলার টেকনোলজি ঘ) ইন্টারেক্টিভ ভয়েস টেকনোলজি
৬। ওয়ার্কবুকে অনেক কী থাকে?
ক) পৃষ্ঠা খ) রিবন
গ) শিট ট্যাব ঘ) ওয়ার্কশিট
৭। নিচের কোন ভাইরাস মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান নেয়?
ক) রেসিডেন্ট খ) নন-রেসিডেন্ট
গ) ট্রোজান হর্স ঘ) ওয়ার্ম
৮। কী ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসার হিসাবসংরক্ষণ করতে পারেন?
ক) ওয়ার্কশিট খ) এমএস ওয়ার্ড
গ) লগ বুক ঘ) স্প্রেডশিট
৯। নিচের কোনটি ভার্চুয়াল ল্যাবরেটরির উদাহরণ?
ক) www.wolframalpha.com
খ) www.virtuallab.com
গ) www.softpedia.com
১০। কোন টপোলজিতে নোডগুলো একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে?
ক) স্টার খ) মেশ
গ) রিং ঘ) বাস
১১। কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য কী ব্যবহৃত হয়?
ক) অপটিক্যাল ফাইবার
খ) কো-এক্সিয়াল কেবল
গ) ওয়াই-ফাই ঘ) সবগুলো
১২। ই-মেইল আইডিটি কেমন রাখার চেষ্টা করবে?
(ক) কঠিন ও দুর্বোধ্য
(খ) কঠিন কিন্তু বোধগম্য
(গ) সহজ-সরল ও দুর্বোধ্য
(ঘ) সহজ-সরল ও বোধগম্য
১৩। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় ই-মেইলকে কী বলা হয়?
ক) সাইবার মেইল
খ) পাসওয়ার্ড ম্যানেজার
গ) স্প্যাম ঘ) ই-টেন্ডার
১৪। কি-বোর্ডে কোন বাটন চেপে নতুন ওয়ার্কশিট খোলা যায়?
ক) alt+n খ) shift+n
গ) crtl+n ঘ) কোনোটিই নয়
১৫। নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলা হয়?
ক) ফায়ারওয়্যাল
খ) ক্যাপচা
গ) অ্যান্টি-ভাইরাস
ঘ) ম্যালওয়ার
১৬। কোনটির নিচে ফর্মুলা বারের অবস্থান?
ক) রিবন খ) স্ট্যাটাস বার
গ) অফিস বাটন
ঘ) টাইটেল বার
১৭। তোমার পাসওয়ার্ডকে সুরক্ষিত করতে ব্যবহার করো—
i) বর্ণ ও সংখ্যা
ii) বিশেষ ক্যারেক্টার
iii) বড় হাতের ও ছোট হাতের বর্ণের সংমিশ্রণ কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

সুধীর বরণ মাঝি
শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর।

উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper