ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নতুন রূপে ভারতের মানচিত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ০৪, ২০১৯

জম্মু ও কাশ্মীর এবং লাদাখ প্রদেশ দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চল চিহ্নিত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার জম্মু ও কাশ্মীরে সদ্য গঠিত কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের সীমানা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিটিতে ভারতের একটি নতুন রাজনৈতিক মানচিত্রও রয়েছে।

এনডিটিভি বলছে, ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে তৈরি হওয়া এবং তাদের প্রথম লেফটেন্যান্ট গভর্নরের শপথ গ্রহণের দুদিন পরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হিসেব-নিকেশ বদলে নয়া অস্তিত্ব নিয়ে আত্মপ্রকাশ করে। জম্মু-কাশ্মীর ও লাদাখ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকীতে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়।

 
Electronic Paper