ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুনর্ভবা দখলের মহোৎসব

সুলতান মাহমুদ চৌধুরী, দিনাজপুর
🕐 ১২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ০৩, ২০১৯

দিনাজপুর পুনর্ভবা নদী দিয়ে এক সময় বড় বড় বণিকেরা নৌকা কিংবা জাহাজ নিয়ে দিনাজপুরে বাণিজ্য করতে আসত। কালের বির্বতনে পুনর্ভবা নদী আজ মরা নদীতে পরিণত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে পুনর্ভবা নদী দখলের মহোৎসব শুরু হয়েছে।

দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী দখল করে গড়ে উঠেছে অবৈধ বসতবাড়ি। নদীর একটি বিশাল অংশ নদী দখল করে বসবাস করছে হাজার হাজার পরিবার। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ওইসব বসতিতে কেউ কেউ করেছেন পাকা ভবনসহ স্থাপনা।

এক সময়ের খরস্রোতা পুনর্ভবা দখলবাজদের কারণে এখন হারাচ্ছে তার নিজ স্বকীয়তা। নদীর জমি বিক্রি না হলেও নদীর ওপর ঘরের ‘পজেশন’ বিক্রি করে কেউ কেউ হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ।

সদরের কাঞ্চন এলাকায় চার শতক জমির পজিশন কিনেছেন নুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি পজেশন কিনেছি বাদল নামের একজনের কাছ থেকে। ৪ লাখ টাকা দিয়ে এই পজেশন কিনেছি।’

চাইপাড়া এলাকার বিউটি বেগম বলেন, ‘২০ বছর আগে এখানে কয়েকটি ঘরের পজেশন কিনেছি। আমরা নিয়মিত পৌরসভাকে কর প্রদান করে থাকি।’

পুনর্ভবা নদীতে যারা অবৈধ দখলদারিত্ব নিয়ে আছেন তারা নিয়মিত পৌরসভাকে কর প্রদান করে আসেন বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘আমাদের কাছে নদী দখলের একটা তালিকা এসেছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলেই উচ্ছেদ অভিযান শুরু করব।’

 
Electronic Paper