ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাত্র-শিক্ষকের কৌতুক

মোহাম্মদ অংকন
🕐 ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ০২, ২০১৯

১. ঠিকঠাক অংকের হিসেব করতে না পারায় শিক্ষক ছাত্রকে বেত দিয়ে পেটালেন।
ছাত্র: স্যার, কয়টা মারলেন?
শিক্ষক: হতচ্ছাড়া! এ হিসেবটাও করতে পারিস না।

 

২. ছাত্র স্কুল পালাচ্ছে। এমন সময় স্যারের সাথে দেখা হয়ে গেল।
শিক্ষক: কি রে, আমাকে দেখেও সালাম দিলি না কেন?
ছাত্র: স্যার, পর্যবেক্ষণ করতেছিলাম, আমার পালিয়ে যাওয়া আপনি দেখছেন কি না!

৩. শ্রেণিতে স্যার আসলেন। সবাই দাঁড়াল। শুধু লোটন দাঁড়াল না।
শিক্ষক: কি ব্যাপার লোটন, সবাই দাঁড়াল, তুই কেন দাঁড়ালি না?
লোটন: স্যার, দাঁড়িয়ে কি হবে? আপনি তো দাঁড়িয়ে থাকতেই দেন না। আসতে না আসতেই বলেন, ‘বস বস।’ তাই আগে থেকেই বসে আছি।

৪. রফিক স্যার শ্রেণিতে সরল অংক করাচ্ছেন।
স্যার: জানো তো, সরল অংক একটি ফর্মুলা মেইন্টেইন করে। অংক যত কঠিনই হোক না কেন উত্তর মেলানো খুব সহজ।
শিক্ষার্থীরা: কিভাবে, স্যার?
স্যার: মেলাতে না পারলে সবশেষে ‘শূন্য’ লিখবে!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper