ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধানমন্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:০৮ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০১৯

রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল ৪টার পর ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এ অবস্থিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিশিষ্ট শিল্পপতি মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার বাসার গৃহপরিচারিকা দিতি (১৯)।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক।

তিনি বলেন, আমরা আশপাশের কয়েকজনের ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। বাসায় ঢুকে দরজা ভেঙে দুই রুম থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি, গত তিন দিন আগে নতুন আরেকজন গৃহপরিচারিকাকে (২১) নিয়োগ দেয়া হয়েছিল। এ ঘটনায় সে জড়িত কি না প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করব।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের নিরাপত্তাকর্মী ও শিল্পপতি মনিরের বডি গার্ড বাচ্চুকে আটক করা হয়েছে।

এদিকে রাত ৮ টা ৪৫ মিনিটে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পুরো বাড়িটি ঘিরে রেখেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে ক্রাইম ইউনিট।

 
Electronic Paper