ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভ্যাট নিবন্ধনের সময় বাড়লো এক মাস

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০১৯

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)সহ দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের অনুরোধে অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে এ সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অনলাইন ভ্যাট নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ অক্টোবর।

জানা গেছে, এখনো সক্ষম অনেক প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আসেনি। তবে আগামী ৩০ নভেম্বর সময় শেষ হওয়ার পর নিবন্ধনের আওতার বাইরে থাকা প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর অবস্থান নেবে এনবিআর।

এদিকে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন না হলে ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে এনবিআর।

ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য www.vat.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ব্যবসায়ীরা।

 
Electronic Paper