ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে জেলে নিহত

টেকনাফ প্রতিনিধি
🕐 ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ ধরার সময় মিয়ানমার নৌ সীমান্তরক্ষীদের গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আবুল কালাম (৩২) নামে আরও এক যুবক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। এছাড়া গুলিবিদ্ধ আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে।

গুরুতর আবুল কালাম জানান, তারা মামা-ভাগ্নে দু’জনে মিলে নাফনদীর বাংলাদেশ সীমান্তে ভোররাতের ঠেলা জাল (হাত দিয়ে ঠেলে চালানো) নিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করেই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের লক্ষ্যকরে গুলি চালায়। আমরা দু’জনই গুলিবিদ্ধ হই। আমি নুর মোহাম্মদকে টেনে কুলে নিয়ে আসি। এরপর আর কিছু জানি না।

এই ব্যাপারে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, প্রকৃত ঘটনা পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো হবে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বিজিবির তরফ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোছাইন জানান, গুলিতে হতাহতরা অসহায়-গরীব এবং প্রকৃত জেলে। অভাবের কারণে নাফ নদীতে ঠেলা জাল টানতে গিয়ে টহলরত মিয়ানমারের নেভী সদস্যরা এ গুলি চালিয়েছে।

 

 
Electronic Paper