ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদ্যুৎ অফিসের কর্মকর্তা নিহত

সড়কে গেল নয়জনের প্রাণ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

ফরিদপুরের সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিক এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় কানাইপুর পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা হাফিজুর রহমান (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় বোয়ালমারী ভাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে কানাইপুর নিজ কর্মক্ষেত্র পল্লীবিদ্যুৎ অফিসে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

হাফিজুর রহমান মাদারীপুর জেলার ঘটকের চর এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। তিনি কানাইপুর পল্লীবিদ্যুৎ অফিসে পাওয়ার ইউচ কোঅর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। কানাইপুর হাইওয়ে থানার ইনচার্জ সাফুর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা খবর দিলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার মল্লিক এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় কানাইপুর পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা হাফিজুর রহমানের বিকৃত লাশ উদ্ধার করা হয়। তবে কোন গাড়ি তাকে আঘাত করে চলে গেছে তা জানা যায়নি।

ফরিদপুর ছাড়াও সারা দেশের সড়কে প্রাণ হারিয়েছেন আরও আটজন। এর মধ্যে জয়পুরহাট, ঢাকা, শেরপুর, নাটোর, রাজশাহী, কুমিল্লা একজন করে মোট ছয়জন এবং মৌলভীবাজারে এক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

জয়পুরহাটে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সমসাবাদে মেসি ট্রাক্টরের চাপায় আকাশ মহন্ত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীপূজার মেলায় ঘোরার সময় পেছন থেকে একটি দ্রুতগামী বালুবোঝাই মেসি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মহন্ত রংপুরে মিঠাপুকুর উপজেলার কেশবপুর গ্রামের প্রেমানন্দের ছেলে। পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ঢাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু : রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক রিকশাচালকের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী থানা পুলিশ গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিকশা চালকের পরিচয় জানা যায়নি তবে বয়স আনুমানিক ৪৫ হবে।’ যাত্রাবাড়ী থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ‘কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

শেরপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় সোহান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়কের নয়াবিল ডাক্তারঘোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার জবেদ আলীর ছেলে।
নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুছ আলী দেওয়ান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত : নাটোরের লালপুর উপজেলার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে লালপুর-গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মারুফ রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মো. সাদেক আলীর ছেলে। লালপুর থানার ওসি সেলিম রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহীতে ভটভটি-ভ্যান সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকায় ভটভটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিনহাজুল ইসলাম মিজান (৩২) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মিনহাজুল বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের লোকমান হোসেনের ছেলে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত : কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রাকচাপায় রনি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনি কুমিল্লার লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে। সে স্থানীয় হরিশ্চর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারে ২ মোটরসাইকেল আরোহী নিহত : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি আবদুস ছালেক। নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকার সজল সরকারের ছেলে বিমল সরকার (২৮) এবং একই এলাকার আবদুল হকের ছেলে আশরাফুর রহমান (২৬)। শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন সন্ধ্যায় শহরের দ্বারিকা পাল মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 
Electronic Paper