ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকার নদী বাঁচানো বন্ধু

’৭১-এর নদীর মানচিত্র

আবু বকর সিদ্দীক
🕐 ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

ঢাকার নদীগুলোকে বাঁচাতে প্রথমে সেগুলোর অস্তিত্ব অনুসন্ধান করা হয়। সে কাজে মোহাম্মদ এজাজ মহান স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীনের সময়টা বেছে নেন। তিনি বলেন, আমরা ইতিমধ্যে মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিভাগের একটি নদীর ম্যাপ তৈরি করেছি।

আমরা ইউএসজিএস ডিক্লাসিফাইড কোরোনা ইমাজেরির একটি সফটওয়্যারের সহায়তা নিয়েছি। এই ম্যাপটি ১৯৭১ সাল থেকে বর্তমান সময়ে নদীর পরিবর্তনগুলো সন্ধান করতে সহায়তা করছে আমাদের। আমি যখন ঢাকা নদীগুলোর ম্যাপ তৈরি পরিকল্পনা করেছি। তখন আমি কোথা থেকে শুরু করব তা নিয়ে ধাঁধায় ছিলাম। তারপরে আমার এক বন্ধু নদী গবেষক শেখ রোকনের সঙ্গে আলোচনা করেছি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper