ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকার নদী বাঁচানো বন্ধু

ঢাকার নদী

আবু বকর সিদ্দীক
🕐 ১০:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

ঢাকায় ১৩টি জেলা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ঢাকা বিভাগের আসল নদীর সংখ্যা তালিকা তৈরি করছি। আমরা কমপক্ষে এই সার্ভে (সমীক্ষায়) ১৫০টি নদী খুঁজে পেয়েছি এবং এ সংখ্যা সামনে ২০০ হয়ে যেতে পারে। তবে সরকারি হিসাবে (বিডব্লিউডিবি) তালিকায় শুধু ৬৩ নদীর কথা উল্লেখ রয়েছে।

যদি আমরা নদীর পাশাপাশি উপনদীগুলোকে হিসাবে রাখি, এ সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। আপাতদৃষ্টিতে আমরা মনে করি, সিলেট-সুনামগঞ্জ অঞ্চলগুলো দেশের সর্বাধিক নদী অঞ্চল। আংশিকভাবে এটি সত্যিও। ঢাকা বিভাগের অনেক নদী আছে। আমরা এখন পর্যন্ত ঢাকা জেলায় ১১টি এবং পাঁচটি শাখা নদীর সন্ধান পেয়েছি। আর তাইতো এখন পর্যন্ত ঢাকাকে নদীনির্ভর জেলা বলতে পারি। 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper