ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরিবেশ রক্ষায় সচেতনতা

ঢাকা কলেজ

ঢাকা কলেজ প্রতিনিধি
🕐 ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি করেছে ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাব। গতকাল শনিবার দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা কলেজ উপাধ্যক্ষ প্রধান এটিএম মইনুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক শরীফা সুলতানা এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালাহউদ্দিন

উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন বলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ আমাদের ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। আমাদের সচেতনতা এ মহামারী থেকে রক্ষা করতে সহায়ক হতে পারত। কিন্তু সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার অভাবেই ডেঙ্গু এত কঠিন আকার ধারণ করে। আর যাতে এমন পরিস্থিতি না হয় তাই আমাদের সচেতন হতে হবে। প্রাণীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক শরীফা সুলতানা বলেন, ডেঙ্গুকে ভয় করে পরিচ্ছন্নতা নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ সুরক্ষায় হোক আমাদের পরিচ্ছন্নতা। এ সময় আরও উপস্থিত ছিলেন-সোস্যাল সাইন্স ক্লাবের সেক্রেটারি রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি হাসিসুর রহমান, সোস্যাল সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল ইসলাম, উপদেষ্টা সুহিন হোসেন, বর্তমন কমিটির অন্যতম উপদেষ্টা হারুনুর রশিদ প্রমুখ।

 
Electronic Paper