ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাসিরনগরে আক্রান্ত হিন্দুরা

বিবিধ ডেস্ক
🕐 ১০:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

গুজবের পাল্লায় পড়ে আরেকটি ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। এখানে আক্রান্ত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। অভিযোগও সেই পুরনো-ফেসবুকে ইসলামবিদ্বেষী ছবি। এ জন্য প্রচার করা হয় রসরাজ নামে এক হিন্দু ব্যক্তির নাম। অভিযোগ তোলা হয়েছিল, মুসলমানদের কাবা ঘরের সঙ্গে হিন্দুদের দেবতা শিবের একটি ছবি জুড়ে দিয়েছিলেন রসরাজ।

এ ঘটনার জের ধরে তাকে পিটিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। তবে ঘটনা তাতে থেমে যায়নি। পরে উগ্রপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ সমাবেশ ডাকে ও সেখান থেকেই হিন্দুদের বাড়িঘরে হামলা শুরু হয়। প্রায় তিনশো বাড়ি ভাংচুর করা হয়। অথচ আড়াই মাস পর জেল থেকে বের হয়ে রসরাজ জানান, তিনি ফেসবুক চালাতে পারেন না। এমনকি এর যে পাসওয়ার্ড বলে একটি বিষয় আছে তা নিয়ে তার কোনো ধারণাই নেই। শুধু গুজবের ফলে তিনি উগ্রবাদীদের হামলার শিকার হন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper