ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রজনন মৌসুমে জাল-নৌকা মেরামতে ব্যস্ত জেলে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
🕐 ৭:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

ইলিশের প্রজনন মৌসুমে মোট ২২ দিন মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তাই সারা দেশের ন্যায় মীরসরাই উপজেলাও গত ৯ অক্টোবর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছ ধরা থেকে বিরত রয়েছেন কয়েক হাজার জেলে। ফলে এখন তারা অলস সময় কাজে লাগাচ্ছে জাল সেলাই এবং বোট মেরামত করে।

উপজেলার জেলে পাড়া ঘুরে দেখা গেছে, কেউ জাল বুনছেন, কেউ বোট মেরামত করছেন। অনেককেই দল বেঁধে জাল সেলাই করতেও দেখা গেছে। তাদের মাছ ধরা বোটগুলো সারি সারি করে বাঁধা রয়েছে সাগর তীরে। কর্মব্যস্ত জেলাপাড়াগুলো অনেকটা একেবারে নীরব।

উপজেলার সাহেরখালী এলাকার জেলে তাপস জলদাস ও চিতরঞ্জন জলদাস বলেন, সরকারের নির্দেশে আমরা সাগরে মাছ মারতে যাচ্ছি না। তাই এ সময়ে আমরা সম্পূর্ণ বেকার, আমাদের আর কোনো আয়ের পথ নেই।

জেলে রাখাল জলদাস ও গোপাল জলদাস বলেন, ২২ দিন মাছ ধরতে সাগরে যেতে পারবো না কিন্তু আমরা কীভাবে সংসার চালাবো। এখন আমরা একেবারে বেকার, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। এই ২২ দিনের জন্য আমরা অন্য কোনো পেশাতেও যেতে পারছি না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল রহমান চৌধুরী জানান, উপজেলার জেলেরা এখন অনেক সচেতন। তারা বিশ্রাম নিচ্ছেন, জাল -নৌকা মেরামত করছেন।

 
Electronic Paper