ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিতাসে অবাধে মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ৭:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তিতাস নদীর স্রোতধারা বন্ধ হয়ে অনেকটা খালে পরিণত হয়েছে। প্রায় ৪৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ নদ অবৈধ ঘের ও দখলের কারণে নাব্য হারিয়েছে। নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে কয়েকশ ঘের দিয়ে দেশীয় মাছ নিধন করছেন প্রভাবশালীরা। এতে যেমন মা মাছ ধরা হচ্ছে, তেমনি নির্বিচারে নিধন করা হচ্ছে রেণু।

দীর্ঘদিন ধরে নির্বিচারে মাছ শিকার চললেও স্থানীয় প্রশাসন ঘের মালিকদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে নদে অবৈধভাবে ঘের দেওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে কচুরিপানা আটকে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।

এতে স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা ব্যয় করে স্থলপথে মালপত্র আনা-নেওয়া করতে হচ্ছে। এছাড়া ঘেরের কচুরিপানা পচে নদীর পানি দুর্গন্ধযুক্ত হওয়ায় তিতাস পাড়ের মানুষ গোসল ও রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ করতে পারছেন না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান বলেন, এসব অবৈধ মাছের ঘের আমিও দেখেছি। ইউএনও সাহেবের সঙ্গে যোগাযোগ করে অবৈধ ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper