ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

জীববিজ্ঞান

মোস্তাফিজুর রহমান
🕐 ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

প্রশ্ন: মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন?
উত্তর : বেনডা
প্রশ্ন: কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?
উত্তর : ১৮৯৮ সালে
প্রশ্ন: সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে?
উত্তর : এক্টোপ্লাজম

প্রশ্ন: প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত?
উত্তর : কোষ
প্রশ্ন: কোষ কে আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট হুক
প্রশ্ন: জীবদেহের ভৌত ভিত্তি কী?
উত্তর : প্রোটোপ্লাজম
প্রশ্ন: রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
উত্তর : ১৬৬৫ সালে
প্রশ্ন: রোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন?
উত্তর : ১৯৬৯ সালে
প্রশ্ন: দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা জননকোষের কত গুণ?
উত্তর : দ্বিগুণ
প্রশ্ন: প্লাস্টিড কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার
প্রশ্ন: প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?
উত্তর : গ্রানায়
প্রশ্ন: কোষঝিল্লি কী দ্বারা গঠিত?
উত্তর : লিপিড ও প্রোটিন
প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
উত্তর : লিপিড ও প্রোটিন
প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?
উত্তর : ক্রিস্টি
প্রশ্ন: শ্বসনের প্রধান ধাপ কয়টি?
উত্তর : ২টি
প্রশ্ন: শ্বসনের ক্রেব্স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন: ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন প্লাস্টিডে?
উত্তর : ক্লোরোপ্লাস্ট
প্রশ্ন: কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর : মাইটোকন্ড্রিয়াকে
প্রশ্ন: আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু?
উত্তর : রাইবোজোম
প্রশ্ন: নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে?
উত্তর : নিউক্লিওপ্লাজম

মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক
ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper