ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনার ট্রেন গেল রাজশাহীর পথে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
🕐 ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

এবার চালকের ‘ভুলে’ ঢাকা থেকে ছাড়া খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস চলে গেল রাজশাহীর পথে। খুলনায় যাওয়ার জন্য নির্ধারিত রুটের ঈশ্বরদী রেলওয়ে জংশনে থামার কথা ছিল ট্রেনটির। কিন্তু সেখানে না এসে দিক পরিবর্তন করে ঈশ্বরদী বাইপাস ফেলে রাজশাহী রুটে চলে যায় চিত্রা এক্সপ্রেস। ঘটনাটি গত রোববার রাত সাড়ে ১২টার দিকের।

জানা গেছে, অন্য পথে ট্রেন চলে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চিৎকার শুরু করে দেন। পরে চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে থামিয়ে দেন। সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে ফিরে আসে।

এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল-মামুন জানান, এটি একটি রুটিন ওয়ার্ক। কিছু ভুল বোঝাবুঝির কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এর এক সপ্তাহ আগে গত ১৩ অক্টোবর পাবনার ঈশ্বরদী রেলস্টেশন থেকে চালক ছাড়াই ‘পাবনা এক্সপ্রেস’চলে যায় রাজশাহী। ১০৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। তবে এতে নির্ধারিত চালক ছিলেন না, চালকের সহকারী ট্রেনটি চালিয়ে নিয়ে যান।

পূর্ণাঙ্গ চালক ছাড়া ট্রেন চলাচলের কোনো বিধি নেই রেল আইনে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চালকসহ তিনজনকে বরখাস্ত করে।

 
Electronic Paper