ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাটে হাঁড়ি ভাঙলেন মেসি

ক্রীড়া ডেস্ক
🕐 ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

আপ্রাণ চেষ্টা করেও নেইমারকে ফেরাতে পারেনি বার্সেলোনা। ব্রাজিলিয়ান সুপার স্টারকে ন্যু ক্যাম্পে ফেরাতে সম্ভাব্য সবকিছুই করেছে কাতালানরা। প্রাণভোমরার দল বদলের ইস্যুতে পিএসজি অবশ্য নাছোড়বান্দা। প্রত্যাশিত অঙ্ক না পেয়ে নেইমারকে ছাড়েনি ফরাসি ক্লাবটি। এ নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল। পিএসজি স্ট্রাইকার আর কখনো পুরনো ক্লাবে ফিরবেন কিনা এ নিয়ে সংশয়ের শেষ নেই। কদিনের মধ্যেই এনিয়ে ফের শুরু হয়ে যাবে গুঞ্জন।

নেইমার চেয়েছিলেন প্রাক্তন বন্ধুদের কাছে ফিরতে। বার্সা অধিনায়ক লিওনেল মেসিও বন্ধুকে ফেরাতে মরিয়া হয়ে মাঠে নেমেছিল। কিন্তু তাতে কাজ হয়নি। বাস্তবতা বড্ড কঠিন। সেটা আর্জেন্টাইন মহাতারকা নিজেও বুঝতে পারছেন।

বাস্তবতা তুলে ধরতে গিয়ে রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন মেসি। আর্জেন্টিনায় সংবাদ মাধ্যম মেট্রো ৯৫.১-কে তিনি বলেছেন, ‘ওকে ফিরিয়ে আনা কঠিন। প্রথমত, তাকে চলে যেতে দেখাটা সহজ ছিল না। দ্বিতীয়ত, ও যেভাবে বার্সা ছেড়েছে ক্লাবের (বার্সা) সদস্য এবং আরও কিছু মানুষ আছে যারা চায় না নেইমার ফিরে আসুক। শুধু খেলার কথা ধরলে নেইমার বিশ্বের অন্যতম সেরা। কিন্তু অন্যান্য সব বিষয়ও আমি বুঝি।’

 

 
Electronic Paper