ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উজ্জ্বল আগমী

সুপ্রিয় কুমার চক্রবর্তী
🕐 ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

প্রিয় পাঠক, প্রিয় ক্যাম্পাসের উজ্জ্বল আগামীতে আপনিও প্রশ্ন করতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, গাইড লাইন, ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিবেন শা অ্যাসোসিয়েটসের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী

ফোন : ০১৭৫০-০৩৭৭৭১
Email : [email protected]

মাস্টার্স প্রোগ্রামে কানাডাতে আইএলটিএস স্কোর মিনিমাম কত থাকতে হবে? 

চিত্রা ভট্টাচার্য্য, বড় পুকুর পার, নেত্রকোনা।

কানাডার একেকটি ইউনিভার্সিটির এডমিশন রিকোয়ারমেন্ট একেক রকম। নরমালি আইএলটিএস ৬.৫ থাকলে ভালো, কোনো মডিউল যেন ৬.০ এর নিচে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

একটি ভালো স্টেটমেন্ট অব পারপাজ (ঝঙচ) কীভাবে লিখতে হয়?
রিতা খন্দকার, ৩৪/সি লালমাটিয়া ব্লক-বি, ঢাকা ১২০৭।

আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন। এ ব্যাপারে আপনি একজন ভালো প্রফেসরের সাহায্য নিতে পারেন; অথবা স্টুডেন্টসদের ব্লগে যারা ইতিমধ্যে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া গেছেন তাদের সাহায্য নিলে ভালো হয়।

ভিসা আবেদনের সময় কনসুলার বরাবর কভার লেটার লেখা কি জরুরি?
ইশমাম হোসাইন নিপু, মাসকান্দা, গণশার মোড়, চরপাড়া, ময়মনসিংহ।

কভার লেটার লেখা বাধ্যতামূলক নয়, তবে এক পাতায় শর্ট করে একটা সামারি আকারে আপনি লিখলে মন্দ হয় না। তবে ভাষার সৌন্দর্যের দিকে খেয়াল রাখবেন। কোনো অনুরোধ করে কিছু লিখবেন না।

 
Electronic Paper