ছোট্ট থেকে সবাই তাকে
জাতীয় মাছ চেনে
মৌসুম এলে সবাই দেখি
ইলিশ মাছই কেনে।
জাটকা ইলিশ খেলে তাতে
নেইকো স্বাদের রেশ
ডিমওয়ালা ইলিশ ধরে
বংশ হচ্ছে শেষ।
আশ্বিনের এই পূর্ণিমাতে
নেইকো মনে দ্বন্দ্ব
মা ইলিশে ডিম ছাড়ে তাই
ইলিশ ধরা বন্ধ।
রুপালি রং রূপের বাহার
দেখে খুশি জাগে
গরম গরম ভেজে যাকে
খেতে মজা লাগে।
ছোট্ট থেকে সবাই তাকে
জাতীয় মাছ চেনে
মৌসুম এলে সবাই দেখি
ইলিশ মাছই কেনে।
জাটকা ইলিশ খেলে তাতে
নেইকো স্বাদের রেশ
ডিমওয়ালা ইলিশ ধরে
বংশ হচ্ছে শেষ।
আশ্বিনের এই পূর্ণিমাতে
নেইকো মনে দ্বন্দ্ব
মা ইলিশে ডিম ছাড়ে তাই
ইলিশ ধরা বন্ধ।
সম্পাদক | : | ড. কাজল রশীদ শাহীন |
প্রকাশক | : | মো. আহসান হাবীব |