ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রেস্তরাঁর সবই করে রোবট

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

রেস্তরাঁয় দরজা ঠেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানালো রোবট! শুধু স্বাগত নয় রান্না করা থেকে অতিথিদের পরিবেশন সব কাজই শক্ত হাতে সামলাচ্ছে রোবটরা। ভারতের ওড়িশার ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুরের এই রেস্তরাঁয় ঢুকে এভাবেই চমকে যাচ্ছেন প্রায় সবাই।

সম্প্রতি উদ্বোধন হওয়া সম্পূর্ণ যন্ত্রমানব পরিচালিত রেস্তরাঁয় রয়েছে ‘চম্পা’ এবং ‘চামেলি’ নামে দুই রোবট। তারাই এই রেস্তরাঁর সমস্ত দায়িত্ব সামলায়। রান্না যেমন করে তেমনই আবার অতিথি আপ্যায়নেও তাদের জুড়ি মেলা ভার।

পরিবেশনের ক্ষেত্রেও আবার সমান পারদর্শী চম্পা-চামেলি।

রেস্তরাঁর মালিক জিৎ বাসা বলেন, ‘রোমাঞ্চকর পরিবেশে খাওয়া-দাওয়া সারতে এখন ভিড় জমাচ্ছেন অনেকেই। বাড়ির কচিকাঁচাদের নিয়ে বেড়াতে যাওয়ার ঠিকানাও হয়েছে আমার রেস্তরাঁ। আর শিশুরাও রোবট চম্পা-চামেলিকে দেখে বেজায় খুশি।’

 
Electronic Paper