ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ফাতেমা বেগম তমা
🕐 ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

প্রশ্ন : বিশ্বের জলবায়ু পরিবতর্ন হওয়ার কারণ কী?
উত্তর : কলকারখানা ও যানবাহনের নিগর্ত ধোঁয়া, বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করার কারণে বিশ্বের জলবায়ুর পরিবতর্ন হচ্ছে।প্রশ্ন : কিসের ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিভর্র করে?
উত্তর : দক্ষ জনসম্পদের ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিভর্র করে।
প্রশ্ন : মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান কী?
উত্তর : মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা।
প্রশ্ন : দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কী প্রয়োজন?
উত্তর : দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন : আবহাওয়া কাকে বলে?
উত্তর : কোনো স্থানের ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।
প্রশ্ন : দুযোর্গ কী?
উত্তর : দুযোর্গ হলো একটি মারাত্মক পরিস্থিতি।
প্রশ্ন : বিভিন্ন দুযোর্গ শিশুদের লেখাপড়ার কী কী সমস্যা হয়?
উত্তর : বিভিন্ন দুযোর্গ শিশুরা পড়ালেখায় পিছিয়ে পড়ে এবং একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হয়।
প্রশ্ন : বাংলাদেশের প্রাকৃতিক দুযোর্গগুলো কী কী?
উত্তর : বাংলাদেশের প্রাকৃতিক দুযোর্গ হচ্ছে- অতিবৃষ্টি, বন্যা, ঘূণির্ঝড়, জলোচ্ছ্বাস, খরা, অনাবৃষ্টি ইত্যাদি।
প্রশ্ন : পরিবেশ বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে কী পরিবতর্ন হতে পারে?
উত্তর : বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রতলে তলিয়ে যাবে।
প্রশ্ন : বন্যার সময় কোন রোগ বেশি হয়?
উত্তর : বন্যার সময়
পানিবাহিত রোগ বেশি হয়।
প্রশ্ন : পানিবাহিত রোগগুলো কী কী?
উত্তর : পানিবাহিত রোগগুলো হলো- ডায়রিয়া, আমাশয়, চমের্রাগ ইত্যাদি।
প্রশ্ন : জলবায়ু পরিবতের্নর ফলে খরাপীড়িত অঞ্চলে বায়ুর প্রবণতা কেমন?
উত্তর : জলবায়ু পরিবতের্নর
ফলে খরাপীড়িত অঞ্চলের বায়ুর প্রবণতা উত্তপ্ত হয়।
প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলের বেশির ভাগ মানুষ বৃষ্টির পানির ওপর নিভর্রশীল?
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ মানুষ বৃষ্টির পানির ওপর নিভর্রশীল।
প্রশ্ন : খরার কারণে কী কী রোগ দেখা দেয়?
উত্তর : খরার কারণে জ্বর, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা
রোগ দেখা দেয়।
প্রশ্ন : ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হবে?
উত্তর : ভূমিকম্পের সময় কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে।

ফাতেমা বেগম তমা, সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper