ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অভিজিতের বিজয়

জীবনপঞ্জি

বিবিধ ডেস্ক
🕐 ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

বাঙালি জাতির জন্য নতুন আনন্দের উপলক্ষ হয়ে এসেছে অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তি। ১০৭ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রথম নোবেলের স্বাদ পায় বাঙালি। এরপর অমর্ত্য সেন আর ড. মুহাম্মদ ইউনূস হয়ে এবার তা উঠল অভিজিতের হাতে। যৌথভাবে তার সঙ্গে ছিলেন স্ত্রী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমার

১৯৬১ : কলকাতায় জন্ম

১৯৮১ : অর্থনীতিতে বি.এস ডিগ্রি অর্জন

১৯৮৩ : দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি

১৯৮৮ : অর্থনীতিতে পিএইচডি করার জন্য হার্ভার্ডে ভর্তি হন

২০০৪ : আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো নির্বাচিত হন

২০০৯ : অর্থনীতির সামাজিক বিজ্ঞান ক্যাটাগরিতে ইনফোসিস পুরস্কার লাভ করেন

২০১২ : পুওর ইকোনমিকস বইয়ের জন্য এস্থার ডুফলো ও অভিজিৎ যৌথভাবে জেরাল্ড লুয়েব অ্যাওয়ার্ড লাভ করেন

২০১২ : অভিজিৎ ও এস্থার ডুফলো সন্তান জন্ম দেন

২০১৩ : তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন কর্তৃক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বিশেষজ্ঞ প্যানেলে কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হন

২০১৪ : কিইল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি থেকে বার্নহার্ড-হামস পুরস্কার লাভ করেন

২০১৫ : এস্থার ডুফলোকে বিয়ে করেন অভিজিৎ

২০১৯ : এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার ৩৪তম বার্ষিক সম্মেলনে সামাজিক নীতির পুনঃপ্রণয়ন বিষয়ক বক্তৃতা দেন

২০১৯ : যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী হন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper