ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলা

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর

জেএসসি

আব্দুর রহমান
🕐 ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

১. ‘পশু+অধম’- এর শুদ্ধ সন্ধি কী?
ক. পশ্বধম খ. পশ্বাধম
গ. পশুধম ঘ. পশাধম
২. ‘গায়ক’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা+অক
খ. গৈ+অক গ. গায়+ক ঘ. গা+য়ক
৩. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে?
ক. পঞ্চম খ. সপ্তম
গ. নবম ঘ. দশম

৪. সংলাপ লিখনে ভাষা কেমন হওয়া বাঞ্ছনীয়?
ক. প্রাঞ্জল ও সুললিত
খ. সহজ-সরল নিজের ভাষা
গ. সুনির্দিষ্ট ব্যাকরণের ভাষা ঘ. কোনো বাধাধরা নিয়ম নেই
৫. বিদেশিরা বাংলা ভাষার কোন গুণে মুগ্ধ হন?
ক. ধ্বনিমাধুর্যে
খ. প্রকাশ ভঙ্গি
গ. উচ্চারণ
ঘ. শব্দ-সম্ভার
৬. বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়?
ক. সাধু ভাষা খ. চলিত ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. উপভাষা
৭. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব+এষণা খ. গো+এষণা
গ. গো+ষণা ঘ. গ+বেষণা
৮. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না?
ক. গায়ক খ. কুলটা
গ. পশ^াধম ঘ. ণিজন্ত
৯. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক্ +দান=বাকদান
খ. উৎ+ছেদ=উচ্ছেদ
গ. পর+পর=পরস্পর
ঘ. সম+সার=সংসার
১০. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. ষোড়শ খ. তৎকাল
গ. রাজ্ঞী ঘ. ষষ্ঠ
১১. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
১২. ‘বনস্পতি’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বন:+পতি
খ. বন+স্পতি
গ. বনস+পতি ঘ. বন+পতি
১৩. ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের খ. অন্তরের
গ. ধ্বনির ঘ. কাজের
১৪. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ছবি খ. ইঙ্গিত
গ. শব্দ ঘ. ভাষা
১৫. প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. সাধু ভাষা খ. উর্দু
গ. সংস্কৃত ঘ. হিন্দি
১৬. বাংলা ভাষার প্রধান রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৭. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তৎসম খ. বিদেশি
গ. দেশি ঘ. তদ্ভব
১৮. দিগন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দিগ+অন্ত
খ. দিক্+অন্ত
গ. দিক+অন্ত
ঘ. দিগ্+অন্ত
১৯. সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. ক্রিয়া ও বিশেষণ
২০. কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?
ক. চটুল খ. কৃত্রিম
গ. জীবন্ত
ঘ. পরিবর্তনশীল

আব্দুর রহমান
সিনিয়র শিক্ষক
একেএম রহমত উল্লাহ কলেজ ঢাকা।

উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.খ ৮.খ ৯.গ ১০.ক ১১.খ
১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper