ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অর্থনীতি প্রথমপত্র

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্
🕐 ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

প্রথম অধ্যায় : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অর্থনীতি (প্রথম পত্র) প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। যা বহুনির্বাচনী প্রশ্নোত্তরেও সহায়ক ভূমিকা রাখবে।
প্রশ্ন : কোন শব্দ হতে ‘Micro’ শব্দের উৎপত্তি?
উ : গ্রিক শব্দ ‘Mikros’ হতে।
প্রশ্ন : Adam smith প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লিখ।
উ: “Economics is the Science of wealth”.
প্রশ্ন : Adam smith-এর রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উ : “An Inquiry into the nature and causes of the wealth of Nation.”

প্রশ্ন : অর্থনীতির জনক কে?
উ : ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এডাম স্মিথ।
প্রশ্ন : এ্যাডাম স্মিথ অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন?
উ : সম্পদের বিজ্ঞান।
প্রশ্ন : আলফ্রেড মার্শালের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উ : “Principle of Economics”.
প্রশ্ন : দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা (Scarcity) কী?
উ : সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়।
প্রশ্ন : অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কী কী?
উ : অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি। যথা- (ক) কী উৎপাদন করা হবে? (খ) কীভাবে উৎপাদন করা হবে? এবং (গ) কার জন্য উৎপাদন করা হবে?
প্রশ্ন : নিউ-ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে?
উ: অধ্যাপক মার্শাল।
প্রশ্ন : ‘Oikonomia’ শব্দটির অর্থ কী?
উ : গার্হস্থ্য পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনা।
প্রশ্ন : সমাজতান্ত্রিক অর্থনীতিতে উপকরণের মালিকানা কার?
উ : রাষ্ট্রের।
প্রশ্ন : আধুনিক অর্থনীতির জনক কে?
উ : ‘পল স্যামুয়েলসন’ কে আধুনিক অর্থনীতির জনক বলা হয়।
প্রশ্ন : অধ্যাপক মার্শাল রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কী?
উ : “Principles Economics” প্রকাশকাল ১৮৯০ সাল।
প্রশ্ন : অধ্যাপক মার্শাল অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন?
উ : মানবকল্যাণের বিজ্ঞান।
প্রশ্ন : অধ্যাপক এল. রবিন্স রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কী?
উ: “Nature and significance of Economics science” প্রকাশকাল ১৯৩১।
প্রশ্ন : অর্থনীতির দুটি প্রধান শাখার নাম লিখ?
উ : অর্থনীতির দুটি প্রধান শাখা হলো :
(ক) ব্যষ্টিক অর্থনীতি এবং
(খ) সামষ্টিক অর্থনীতি।
প্রশ্ন : অর্থনীতিতে Micro ও Macro শব্দ দুটি কে ভাগ করেছেন।
উ : ১৯৩৩ সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ।
প্রশ্ন : প্রথম বাঙালি নোবেল বিজয়ী অর্থনীতিবিদের নাম কী?
উ : অধ্যাপক অমর্ত্য সেন।
প্রশ্ন : অর্থনীতির আধুনিক ও জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন?
উ : অধ্যাপক এল. রবিন্স।

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্
প্রভাষক, অর্থনীতি বিভাগ
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় কুমিল্লা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper