ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুলিশের ওপর বোমা হামলা: জেএমবির ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জঙ্গিকে গেফতার করা হয়েছে। রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ঐ দুই জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রোববার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান। তিনি বলেন, গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় এরা জড়িত।

মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন জেএমবি সদস্য। আজ সংবাদ সম্মলন করে তাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মিশুক খান মিজান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা শিয়াচর এলাকা থেকে ফরিদ উদ্দিন রুমি নামের নব্য জেএমবির দুই জঙ্গিকে গ্রেপ্তার করার খবর জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তাদের মধ্যে রুমি পল্টনের বোমা উদ্ধারের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 
Electronic Paper