ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাত পোহালেই ৮ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনের আট উপজেলায় আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চার উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হবে। শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট হবে ব্যালট পেপারে।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চ থেকে জুন পর্যন্ত দেশের চার শতাধিক উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। তবে বিভিন্ন কারণে এসব উপজেলার নির্বাচন হয়নি।

উপজেলা নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায়। তার আগের ৩২ ঘণ্টা অর্থাৎ ১২ অক্টোবর শনিবার মধ্যরাত ১২টার মধ্যে প্রচার কাজ শেষ হয়েছে। এখন শুধু ভোটের অপেক্ষা।

 
Electronic Paper