ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শুভজিতের স্বপ্নের গল্প

অর্ক রায় সেতু
🕐 ১২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

দাশ শুভজিৎ। চট্টগ্রামের স্বনামধন্য কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর বর্তমানে অধ্যয়ন করছেন চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগে। বাড়ি মদুনাঘাট, হাটহাজারী। তবে তার শৈশব কাটে চট্টগ্রাম শহরেই। নিরিবিলি শৈশবের বাস্তব জগত নিয়ে আঁকাআঁকি শুভজিতের জীবনের প্রথম হাতে খড়ি। অষ্টম শ্রেণিতে পড়াকালীন তার ৫০টিরও বেশি পোট্রেইট জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, থিয়েটার ইনস্টিটিউটে প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়। কিলবিল করে বেড়ে ওঠা শৈশব পার করতে না করতেই অতিকায় তিনি গান বেছে নেন।

লেখাপড়ার পাশাপাশি তার মা রমা দাশ কোনোভাবেই সম্বোধন করেননি ছেলে অন্যদিকে মনোযোগী হোক। তাতেই থেমে যাননি, নিজের শখটা ছড়িয়ে দিতে শুভজিৎ কোনো রকম গাইড ছাড়াই আয়ত্ত করে নেন নিজেকে গিটারবাদক হিসেবে। মাধ্যমিকের অভিবাদন রেজাল্ট গিটারিস্ট আর আর্টিস্ট হিসেবে কলেজের পরিচিত মুখ শুভজিৎ। এছাড়া তার হাতে সৃষ্টি হয় বাংলাদেশের ভিন্নধর্মী ইংলিশ রক ব্যান্ড ‘গ্রাফাইট’। তাছাড়া গান ও কবিতা লিখছেন, সুর আর ফটোগ্রাফি করে যাচ্ছেন নিয়মিত। স্বপ্ন কোনো এক নামকরা ব্যান্ড জগতে বিচরণ করবেন শুভজিৎ।

 
Electronic Paper