ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নদীপাড়ে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

তেঁতুলিয়া নদীর করাল গ্রাস থেকে ঐতিহ্যবাহী ধুলিয়া বন্দর রক্ষার দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। শুক্রবার ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ধুলিয়া নদী ভাঙন প্রতিরোধ কমিটি।

নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মফুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারেক, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রব, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খলিফা প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ধুলিয়া বন্দর বরিশাল বিভাগের এক সময়ের সবচেয়ে ব্যস্ততম বন্দর। এ বন্দর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে। এখানে রয়েছে গণকবর। রয়েছে ভাষা সৈনিক সৈয়দ আশরাফের সামাধীস্থল। তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে যা আজ বিলীনের পথে।

এছাড়া ১২টি বিদ্যালয় ভবন ও একটি কলেজ রয়েছে ভাঙনের হুমকিতে। বন্দরের তিনের দুই অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন-অর-রশীদ, জহির উদ্দীন বাবরসহ স্থানীয় কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 
Electronic Paper