ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হীরার পেটে হীরা

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

হীরার পেটে হীরা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। তবে মজার বিষয় হলো- এই হীরা খণ্ড অবাধে চলাফেরাও করতে পারে। যাকে অস্বাভাবিক হীরা বলেও ডাকা হচ্ছে। সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ার সাখা প্রজাতন্ত্রের (ইয়াকুটিয়া) একটি খনি থেকে এটি পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় খনন সংস্থা আলরোসা পিজেএসসি জানিয়েছে, এটি রেকর্ডকৃত ইতিহাসে প্রথম পাথর।

ডাবল হীরাটি ৮০০ মিলিয়ন বছরেরও বেশি পুরনো বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের অনুমান, অভ্যন্তরীণ হীরাটি প্রথমে গঠিত হয়েছিল এবং পরে গঠন প্রক্রিয়াতে বৃহত্তর স্ফটিক দ্বারা আবদ্ধ ছিল।

‘ম্যাট্রোশকা’ হীরা হিসাবে বিখ্যাত রাশিয়ান নেস্টিং পুতুলের ডাকনাম হিসাবে পরিচিত। হীরাটি মাত্র ০.৬২ ক্যারেটে ৪.৮ মিলিমিটার আকারের ছোট। অভ্যন্তরীণ হীরাটি এমনকি ০.০২ ক্যারেট এবং ১.৯ মিলিমিটার থেকে ছোট।

 
Electronic Paper