ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাঁটুপানিতে অক্সিজেন দুর্ভোগ সীমাহীন

চট্টগ্রাম ব্যুরো
🕐 ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রামের অক্সিজেন মোড়সহ আশপাশের পুরো এলাকা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হচ্ছে রাঙ্গামাটি-খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের হাজার হাজার যাত্রী। বুধবার (৯ অক্টোবর) অক্সিজেন মোড়ে গিয়ে দেখা যায়, সড়কে জমে আছে এক হাঁটু পানি। সড়কের দুই অংশেই আটকা পড়ে আছে শতশত গাড়ি।

রাঙ্গামাটি-খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের হাজার হাজার যাত্রী এক হাঁটু পানি মাড়িয়ে ছুটছেন এ কাউন্টার থেকে ও কাউন্টার। এদিকে যাত্রীদের এ দুর্ভোগকে কাজে লাগিয়ে বেশি ভাড়া হাঁকছেন অটোরিকশা চালকরা।

রাঙ্গামাটিগামী পাহাড়িকা সার্ভিসের টিকিট কাউন্টারের সামনে এক হাঁটু পানি। পুরোটাই ডুবে আছে খাগড়াছড়ির শান্তি পরিবহনের কাউন্টার। বাধ্য হয়ে অনেকে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

স্থানীয় আরিফ বলেন, ছয় মাস ধরেই প্রতিদিন জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে ব্যবসায় প্রচুর লোকসান হচ্ছে। মূলত অক্সিজেন মোড়ের নালা বালুতে বন্ধ হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতা হচ্ছে। রাস্তায় পানি উঠছে। তবে গত ছয়মাসে কখনোই এ সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিবহনচালক আবছার বলেন, সিটি করপোরেশন নালার ওপর দোকান করেছে। এখন নালার পানি উঠছে রাস্তায়। বাসযাত্রীদের ওঠাতে গেলেই গালি খেতে হয় আমাদের। অথচ আমরা তো রাস্তা ঠিক করতে পারি না।

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় জনগণের দুর্ভোগের মোড়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এখানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তিন জেলার কয়েক লাখ মানুষকে। এছাড়াও সামান্য অংশে জলাবদ্ধতার কারণে কয়েকশ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম ভেস্তে যেতে বসেছে।

বিপুল অর্থ ব্যয় করে নানা উন্নয়ন করা হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক লাখ মানুষ। চট্টগ্রামের নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে প্রতিদিন ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান ছাড়াও পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ নগরীতে প্রবেশ করেন। কিন্তু অক্সিজেন মোড়ের এ বেহাল দশায় উন্নয়ন কার্যক্রমের সুফল থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ।

 
Electronic Paper