ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অর্ধেকে নামবে পেঙ্গুইন

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

বরফ গলে যাওয়ার কারণে আগামী ৮০ বছরে বিশ্বের অর্ধেকেরও বেশি সম্রাট পেঙ্গুইন মারা যাবে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপ সতর্ক করেছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে কমপক্ষে তিন লাখ তথা অর্ধেকেরও বেশি পাখি মারা যাবে। তাপমাত্রার কারণে সমুদ্রের বরফ যেগুলো তাদের প্রজনন করতে হবে তা গলে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে।

দ্য ডেইলি মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, বায়োলজিক্যাল কনজারভেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে গবেষকদের একটি আন্তর্জাতিক দল প্রজাতি নিয়ে দেড় শতাধিক গবেষণা পর্যালোচনা করেছে।

তারা বলেছেন, বর্তমান গবেষণা বলেছে যে ‘সম্রাটের জনসংখ্যা বর্তমান শতাব্দীর তুলনায় ৫০ শতাংশেরও বেশি হ্রাস পাবে। সম্রাট পেঙ্গুইনরা পাখির মধ্যে অনন্য যে, তারা মৌসুমি অ্যান্টার্কটিক সামুদ্রিক বরফে প্রজনন করে। তারা যখন ডিম দেয় এবং তাদের বাচ্চা বাড়ায় তখন তাদের সমুদ্রের বরফের প্রয়োজন হয়।

 
Electronic Paper