ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকায় আসছে আর্জেন্টিনা?

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ০৯, ২০১৯

আগামী ১৫ নভেম্বর প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে। এর ৩ দিন পর আর্জেন্টিনাকে মোকাবেলা করবে প্যারাগুয়েনরা। দুটি ম্যাচই তারা খেলবে ঢাকার মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। পরশু রাতে টুইটারে এমনটাই জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। খবরটি নিশ্চিত করেছে ভেনিজুয়েলাও। যদিও এ বিষয়ে আর্জেন্টিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

খবরটার সত্যতা কতটুকু? এ প্রসঙ্গে জানতে চাইলে খোলা কাগজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পদক আবু নাঈম সোহাগ জানালেন এখনো নিশ্চিত হয়নি বিষয়টি।

তিনি বলেছেন, ‘বিষয়গুলো নিয়ে সব পক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখনও কোনো কিছু খুব পরিষ্কার নয়। এখানে দলগুলোর চাহিদার বিষয় আছে, আর্থিক দিকও আছে। অন্য আরও অনেক বিষয় আছে এবং সেগুলো নিয়ে কাজ চলছে।’

বাফুফে সাধারণ সম্পাদক আশাবাদী আগামী সপ্তাহের মধ্যেই ব্যাপারটা স্বচ্ছ হয়ে যাবে। সোহাগ বলেছেন, ‘যদি তাদের চাহিদার সঙ্গে আমাদের ভাবনা মিলে যায়, তাহলে আশা করি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে পরিষ্কার বলতে পারব। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

 
Electronic Paper