ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাজা নামাজ আদায়ের নিয়ম

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিয়নবীর (সা.) উত্তম আমল কোনটি? এমন প্রশ্নের জবাবে বলেছেন, প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করাই হলো সর্বোত্তম আমল। তারপরও বিভিন্ন কারণে মানুষের নামাজ ছুটে যায় তাহলে পরবর্তীতে নামাজ আদায় করা যায়।

কাজা নামাজের সময়
পূর্ববর্তী ওয়াক্তের নামাজ কাজা আদায়ের জন্য কোনো সুনির্দিষ্ট সময় নেই। নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পর যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই পড়ে নেওয়া উত্তম। যেমন ধরুন- যদি কেউ ঘুমের কারণে ফজরের নামাজ আদায় না করতে পারে, তবে সে ঘুম থেকে যখনই উঠবে, তখনই নামাজ আদায় করবে। তবে নিষিদ্ধ সময়গুলোতে মনে পড়লে অপেক্ষা করতে হবে।

দীর্ঘদিনের নামাজের কাজা আদায়
কোনো মানুষ যদি দীর্ঘকাল (কয়েক দিন, মাস এবং বছর) নামাজ পড়া থেকে বিরত থাকে। তার উচিত, একটা অনুমান করে নামাজের কাজা আদায় শুরু করা। এ অবস্থায় নামাজের কাজা আদায়ের নিয়ম হবে এ রকম ওই ব্যক্তি যখন প্রতিদিনের নির্ধারিত ওয়াক্তের নামাজ আদায় করবে, তখন সে ওয়াক্তের সঙ্গে মিল রেখে ধারাবাহিকভাবে ওই ওয়াক্তের কাজা আদায় করে নেওয়া। এভাবে কাজা আদায়ে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

 
Electronic Paper