ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একাদশ-দ্বাদশ

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অর্থনীতি প্রথমপত্র

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্
🕐 ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০১৯

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অর্থনীতি প্রথমপত্র দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। আশাকরি তোমাদের ভালো ফলাফল প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রশ্ন : নিকৃষ্ট দ্রব্য কী?
উত্তর : ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি না পেয়ে বরং কমে যায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলা হয়।
প্রশ্ন : মোটা কাপড়, চাল, ডাল, আলু ইত্যাদি কী ধরনের দ্রব্য?
উত্তর : গিফেন দ্রব্য।
প্রশ্ন : আয় চাহিদা কী?
উত্তর : আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন তাই আয় চাহিদা।
প্রশ্ন : QD = 100 - 5P চাহিদা অপেক্ষক অনুযায়ী দ্রব্যটি বিনামূল্যে পাওয়া গেলে চাহিদার পরিমাণ কত হবে?
উত্তর : 100 একক।
প্রশ্ন : নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদার উপর কী প্রভাব পড়ে?
উত্তর : চাহিদা হ্রাস পায়।
প্রশ্ন : D = 10-2P হতে অঙ্কিত চাহিদা রেখার আকৃতি কেমন হবে?
উত্তর : D = 10-2P হতে অঙ্কিত চাহিদা রেখাটি ডানদিকে নিম্নগামী এবং সরলাকৃতির হবে।
প্রশ্ন : D = 24/P হতে অঙ্কিত চাহিদা রেখার আকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর : D = 24/P হতে অঙ্কিত চাহিদা রেখাটি ডানদিকে নিম্নগামী এবং তা সমপরাবৃত্তাকার হবে।
প্রশ্ন : ‘দাম বাড়লে চাহিদা কমে’- ইহা কোন বিধিকে নির্দেশ করে?
উত্তর : ‘দাম বাড়লে চাহিদা কমে’- ইহা চাহিদা বিধিকে নির্দেশ করে।
প্রশ্ন : গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেমন আকৃতির হয়?
উত্তর : গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী। এক্ষেত্রে দাম ও চাহিদার সম্পর্ক ধনাত্মক (Positive) হয়।
প্রশ্ন : চাহিদা বিধির প্রবক্তা কে?
উত্তর : চাহিদা বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল।
প্রশ্ন : চাহিদা রেখা কিসের রৈখিক উপস্থাপন?
উত্তর : চাহিদা বিধির।

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্
প্রভাষক, অর্থনীতি বিভাগ
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper