ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পর্দায় ‘প্রোফেসর শঙ্কু’

বিনোদন ডেস্ক
🕐 ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০১৯

সত্যজিৎ রায়ের লেখা যারা পড়েছেন, তাদের কাছে ফেলুদা’র পাশাপাশি ‘প্রোফেসর শঙ্কু’ চরিত্রটিও বেশ পরিচিত। কলকাতা তো বটেই, বাংলাদেশের অনেকেরই শৈশবের স্বপ্নে ঘুরে যেতেন ফেলু মিত্তির বা প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু।

ফেলুদা নিয়ে অনেক চলচ্চিত্র নির্মাণ করা হলেও ‘প্রোফেসর শঙ্কু’ নিয়ে এখনো কেন সিনেমা তৈরি হয়নি। তবে সেই আক্ষেপ মিটতে যাচ্ছে। আগেই ঘোষণা এসেছিল কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হবে ‘প্রোফেসর শঙ্কু’-কে নিয়ে ছবি। এবার প্রকাশ পেল ছবির পোস্টার।

শীত মানেই ক্রিসমাস ইভে মেতে ওঠা। এবার সান্তাক্লজ হয়েছেন সন্দীপ রায়। আর উপহার আনছেন বাবা সত্যজিৎ রায়ের লেখা থেকে তার আগামী বাংলা ছবি ‘প্রোফেসর শঙ্কু ও এল-ডোরাডো’। প্রযোজনা সংস্থা এসভিএফের সহকারী কর্ণধার টুইটে জানিয়েছেন, সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

ছবিতে প্রফেসরের ভূমিকায় দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। নকুড়বাবুর চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায়।

ছবির শুটিং হয়েছে ভারতের জামশেদপুর, আমাজন আর আফ্রিকায়। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র ‘প্রোফেসর শঙ্কু’। ১৯৬১ সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন। সত্যজিৎ রায় ‘প্রোফেসর শঙ্কু’ সিরিজে মোট ৩৮টি সম্পূর্ণ ও ২টি অসম্পূর্ণ গল্প লিখেছেন।

 
Electronic Paper