ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাইরে গেল না ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০১৯

ঘরের মাঠ ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই বিদায়ের অগ্রিম ঘোষণা দিয়েছিলেন ট্রেভর বেলিস। জানিয়েছিলেন অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করবেন না তিনি।

এরপর থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেলিসের উত্তরসূরি নিয়োগের জন্য বাইরে যেতে হয়নি তাদের। বোলিং কোচ ক্রিস সিলভারউডের হাতেই রুট-স্টোকসদের পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছে ইসিবি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলা সিলভারউড ২০১০ সালে কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন।

২০১৬ সালে তার অধীনে প্রথম স্তরে উন্নীত হওয়া দলটি পরের বছর কাউন্টি জিতে নেয়। আগামী মাসে নিউজিল্যান্ড সফর দিয়ে দলে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন সিলভারউড। সফরে ৫ ম্যাচের একটি টি-টোয়েন্ট ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার দৌড়ে সিলভারউড হারান গ্যারি কারস্টেনকে।

 
Electronic Paper