ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১। সমুদ্র স্রোতের অন্যতম কারণ
ক) বায়ু প্রবাহের প্রভাব
খ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়
২। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
ক) লোহা খ) পারদ
গ) প্লাটিনাম ঘ) নিকেল
৩। সোনা, হীরক পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়?
ক) ব্যারেল খ) ক্যারেট
গ) ক্যারেল ঘ) কিউসেক
৪। কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়?
ক) সোডিয়াম
খ) ম্যাগনেসিয়াম
গ) পটাশিয়াম
ঘ) অক্সিজেন
৫। শিখা পরীক্ষায় ‘বেগুনি’ বর্ণ ধারণ করে কোন ধাতু?
ক) পটাশিয়াম
খ) সোডিয়াম
গ) তামা
ঘ) ক্যালসিয়াম
৬। নিচের কোনটি অভিজাত ধাতু?
ক) সোনা খ) রুপা
গ) প্লাটিনাম ঘ) ওপরের সবগুলো
৭। নিচের কোন ধাতুটি বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়?
ক) অ্যান্টিমনি খ) সোডিয়াম
গ) লোহা ঘ) তামা
৮। কত ক্যারেটবিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা?
ক) ২২ ক্যারেট খ) ২৪ ক্যারেট
গ) ২৮ ক্যারেট ঘ) ১৮ ক্যারেট
৯। কোনটি ক্ষার ধাতু?
ক) লিথিয়াম খ) সোডিয়াম
গ) পটাশিয়াম ঘ) ওপরের সবগুলো
১০। কোনটি মৃৎক্ষার ধাতু?
ক) ম্যাগনেসিয়াম
খ) ক্যালসিয়াম
গ) স্ট্রনসিয়াম
ঘ) ওপরের সবগুলো
১১। কোনটি নরম ধাতু?
ক) সোডিয়াম
খ) পটাশিয়াম
গ) লেড
ঘ) ওপরের সবগুলো
১২। এসবেস্টস কী?
ক) অগ্নিনিরোধক খনিজ পদার্থ
খ) কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ) বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
ঘ) এক ধরনের রাসায়নিক পদার্থ
১৩। জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
ক) সোনা খ) কালো সোনা
গ) রুপা ঘ) প্লাটিনাম
১৪। নিচের কোনটি খনিজ পদার্থ?
ক) সোনা খ) রুপা
গ) লোহা ঘ) ওপরের সবগুলো
১৫। সোডিয়ামের আকরিক কোনটি?
ক) ডলোমাইট খ) গ্যালেনা
গ) সল্টপিটার ঘ) রকসল্ট
১৬। পটাশিয়াম মৌলটির প্রতীক কোনটি?
ক) চঃ খ) চধ
গ) ক ঘ) চড়
১৭। একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি?
ক) ১ খ) ৩ গ) ৫ ঘ) ৬
১৮। ইলেকট্রন কে আবিষ্কার করেন?
ক) থমসন খ) নীলস বোর
গ) রাদারফোর্ড ঘ) জেমস চ্যাডউইক
১৯। প্রোটন কে আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক
খ) রাদারফোর্ড
গ) থমসন ঘ) কিউরি
২০। ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক) একটি মডুলেটর
খ) একটি এনকোডার
গ) একটি কোডেক
ঘ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
২১। নিউট্রন কে আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক খ) থমসন
গ) রাদারফোর্ড
ঘ) কিউরিয়াস
২২। অ্যাবাকাস কি?
ক) এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র খ) এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ) এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র ঘ) এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ক, ২.গ, ৩.খ, ৪.গ, ৫.ক, ৬.ঘ, ৭.ঘ, ৮.খ, ৯.ঘ, ১০.ঘ, ১১.ঘ, ১২.ক, ১৩.খ, ১৪.ঘ, ১৫.ঘ, ১৬.গ, ১৭.খ, ১৮.ক, ১৯.খ, ২০.ঘ, ২১.ক, ২২.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper