ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেষ দৃশ্য

হানিফ রাশেদীন
🕐 ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ০৪, ২০১৯

ইতস্তত চোখে তাকাল একবার
বলল না সে একটিও কথা
আকাশে ছড়ানো ছিল অনেক নক্ষত্র
সেই চাঁদ তো এখনও আছে
আমাদের আকাশে উঠেছিল যে চাঁদ

কমলা সুন্দরীদের নৃত্য দেখেছি আমি
এই যে সবুজ পাতার সংসার
কোন বসন্তে প্রথম দেখেছি তারে?
বলল না সে একটিও কথা
আকাশে ছড়ানো ছিল অনেক নক্ষত্র

এই যে পলাশের নেশা, ভোরের কথা
উষ্ণ অভ্যর্থনা পাঠিয়েছি আমি
ডেকেছিল সে কোনো এক বসন্তে
সেই চাঁদ তো এখনও আছে
আমাদের আকাশে উঠেছিল যে চাঁদ

 
Electronic Paper