ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

ইতিহাস

আবু সাঈদ
🕐 ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০১৯

১. হুসেন শাহ কত বছর রাজত্ব করেন?
ক. ২৩ বছর খ. ২৪ বছর
গ. ২৫ বছর ঘ. ২৬ বছর

২. হুসেন শাহ কখন মৃত্যুবরণ করেন?

ক. ১৫১৮ খ্রিস্টাব্দে
খ. ১৫১৯ খ্রিস্টাব্দে
গ. ১৫২০ খ্রিস্টাব্দে
ঘ. ১৫২১ খ্রিস্টাব্দে

৩. হুসেন শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
ক. নুসরত শাহ
খ. ফতেহ শাহ
গ. বিজয় শাহ
ঘ. বরবক শাহ

৪. নুসরত শাহ কখন নিহত হন?
ক. ১৫২৮ খ্রিস্টাব্দে
খ. ১৫২৯ খ্রিস্টাব্দে
গ. ১৫৩০ খ্রিস্টাব্দে
ঘ. ১৫৩১ খ্রিস্টাব্দে

৫. কে কদম রসুল ভবনের প্রকোষ্ঠে একটি মঞ্চ নির্মাণ করেন?
ক. হুসেন শাহ
খ. নুসরত শাহ
গ. ফিরোজ শাহ
ঘ. তুঘলক শাহ

৬. বাংলার শেষ আফগান শাসকের নাম কি?
ক. দাউদ কররানি
খ. সোলায়মান কররানি
গ. মুনিম কররানি
ঘ. জালাল কররানি

৭. ফিরোজ শাহকে কে হত্যা করেন?
ক. সেনাপতি খ. বড় ভাই
গ. ছোট ভাই ঘ. সহকর্মী

৮. সের শাহ কখন গৌড় দখল করেন?
ক. ১৫৩৫ খ্রিস্টাব্দে
খ. ১৫৩৬ খ্রিস্টাব্দে
গ. ১৫৩৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৫৩৮ খ্রিস্টাব্দে

৯. কে আফগানদের কাছ থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন?
ক. সম্রাট হুমায়ুন
খ. সম্রাট আকবর
গ. গিয়াসউদ্দিন ঘ. সম্রাট বাবর

১০. কে সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল?
ক. শের খান খ. বাবর
গ. আকবর ঘ. হুমায়ুন

১১. শের খান ১৫৩৭ খ্রিঃ কতবার গৌড় আক্রমণ করেন?
ক. ১ বার খ. ২ বার
গ. ৩ বার ঘ. ৪ বার

১২. মুঘল সম্রাট হুমায়ুনকে কে পরাজিত করেন?
ক. বাবর খ. আকবর
গ. শের খান ঘ. ফিরোজ

১৩. শের শাহ কখন আলী কুলিকে পরাজিত করে বাংলা দখল করেন?
ক. ১৫৩৮ খ্রিঃ
খ. ১৫৪০ খ্রিঃ
গ. ১৫৪২ খ্রিঃ
ঘ. ১৫৪৪ খ্রিঃ

১৪. চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত সমগ্র বাংলাদেশ কার সাম্রাজ্যভুক্ত ছিল?
ক. ফিরোজ শাহের
খ. সম্রাট আকবরের
গ. শের শাহের ঘ. সম্রাট বাবরের

১৫. শের শাহের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?
ক. রাহাত খান
খ. জালাল খান
গ. মুসলিম খান
ঘ. হুসেন খান

১৬. জালাল খান ইসলাম খান নাম ধারণ করে কত বছর দিল্লির রাজত্ব করেন?
ক. ৬ বছর খ. ৭ বছর
গ. ৮ বছর ঘ. ৯ বছর

১৭. কে ফিরোজ খানকে হত্যা করে?
ক. মুবারিজ খান
খ. জালাল খান
গ. মুসলিম খান
ঘ. রাহাত খান

১৮. কে শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসনে বসেন?
ক. ফিরোজ খান
খ. মুবারিজ খান
গ. খিজির খান ঘ. জালাল খান

১৯. হুমায়ুনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?
ক. আকবর খ. সোলায়মান
গ. আদিল ঘ. শাহবাজ

২০. আদিল শাহ কখন নিহত হন?
ক. ১৫৫৫ খ্রিঃ খ. ১৫৫৬ খ্রিঃ
গ. ১৫৫৭ খ্রিঃ ঘ. ১৫৫৮ খ্রিঃ

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ঘ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.খ ১০.ক ১১.খ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper