মসজিদের ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে। যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট। ভিত্তিসহ পুরো মসজিদটিই চুন-সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে নকশা তৈরি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা যাওয়ার পথে ভূল্লী হাট। সেখান থেকেই প্রায় তিন কিলোমিটার পূর্বে বালিয়া ‘জিনের মসজিদ‘ নামে এই ঐতিহাসিক মসজিদটির অবস্থান। মসজিদটির বয়স প্রায় ১৫০ বছরের মতো হবে।
মসজিদের ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে। যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট। ভিত্তিসহ পুরো মসজিদটিই চুন-সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে নকশা তৈরি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক | : | আহসান হাবীব |
উপদেষ্টা সম্পাদক | : | মোশতাক আহমেদ রুহী |