ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২০০ বছরের পুরনো জামালপুর মসজিদ

হাসান বাপ্পি
🕐 ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০১৯

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামে দাঁড়িয়ে আছে ২০০ বছরের পুরনো কারুকার্যময় জামালপুর মসজিদটি। মসজিদটিতে দৃষ্টিনন্দন তিনটি গম্বুজ ও এর চারদিকে ২৪টি মিনার রয়েছে। অপূর্ব সুন্দর এই মসজিদটি নির্মাণ করা হয় ১৭৮০ সালে। মসজিদটি নির্মাণের দায়িত্ব নেন তৎকালীন জমিদার আবদুল হালিম। এর নির্মাণ কাজ শুরু করলেও হালিমের ভাগ্য হয়নি মসজিদটি পূর্ণাঙ্গ রূপে দেখে যাওয়ার।

১৭৮০ সালে তার মৃত্যুর পর দায়িত্ব পান নূর মোহাম্মদ চৌধুরী। বেশ কয়েক বছর মসজিদ নির্মাণ কাজ বন্ধ থাকলেও তা পুনরায় শুরু হয় জমিদার নূর মোহাম্মদ চৌধুরীর তত্ত্বাবধানেই। বছর খানেক ভালোমতো চলে এর নির্মাণ কাজ। নির্মাণ কাজ শেষ হয় ১৮০১ সালে। জমিদার নূর মোহাম্মদ চৌধুরীর ইন্তেকালের পর মসজিদটির দেখাশোনার দায়িত্ব পান তিনজন। তারা হলেন জমিদার করিম উদ্দিন আহম্মদ চৌধুরী, জমিদার এমদাদুর রহমান চৌধুরী ও জমিদার বদি উদ্দিন আহম্মদ চৌধুরী।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper