ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৃহত্তম আমগাছ

হাসান বাপ্পি
🕐 ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০১৯

প্রাগৈতিহাসিক কালের সাক্ষী বহন করে চলেছে এখানকার একটি প্রকান্ড আমগাছ। প্রায় আড়াইশ বছরের বিশাল আকৃতির এই বৃক্ষটিকে দূর থেকে দেখলে মনে হবে একটি সবুজ পাহাড় সবাইকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মনে হবে বটবৃক্ষ, অশ্বত্থগাছ বা কোন তমাল বৃক্ষ। সূর্যপুরী জাতের এই আমগাছটির বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা হরিণমারী নয়াবাড়ি গ্রামে। জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা ভালো।

বালিয়াডাঙ্গী উপজেলা শহর থেকে আড়াই বিঘা জমিজুড়ে গাছটির শাখা প্রশাখা বিস্তৃত রয়েছে। ৯০ ফুটেরও বেশি উঁচু এই গাছটির কাণ্ডের বেড় ৮০ থেকে ১০০ ফুট। এর অসংখ্য ডালের মধ্যে ১৯টি বড় বড় ডাল নুইয়ে পড়ে মাটির সঙ্গে লেগে আছে। ফল দেয় প্রতি বছর। গাছটির আম খেতে সুস্বাদ। উপজেলা প্রশাসন দর্শনাথীদের জন্য সেখানে একটি বিশ্রামাগার তৈরি করেছে। এ গাছটিকে আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আমগাছ হিসেবে মনে করা হলেও প্রকৃতি ও গাছ বিশারদরা এটিকে পৃথিবীর সবচেয়ে পুরনো ও বড় আমগাছ হিসেবেই দাবি করছেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper