ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বকাঁপানো জলবায়ুকন্যা

যেভাবে পরিচিতি

রোকেয়া ডেস্ক
🕐 ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ০২, ২০১৯

সুইডেনের স্টকহোমে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন গ্রেটা থানবার্গ। অন্য অনেকের মতো অনলাইনের কল্যাণেই ভাইরাল হয়েছেন এই সুইডিশ কিশোরী। কিন্তু তার কাহিনী কিছুটা আলাদা। তিনি জনপ্রিয়তা পেয়েছেন কিশোরীসুলভ কোনো কাজের মাধ্যমে নয়, বরং বিশ্বনেতাদের সামনে আগুনঝরা বক্তৃতার মাধ্যমে।

তবে তার আগে জলবায়ু পরিবর্তন নিয়ে একাই ‘স্কুল ধর্মঘট’ আন্দোলন শুরু করেন তিনি। তখন তার একটি ছবি তুলেছিলেন সুইডিশ পরিবেশকর্মী ইগমার রেন্টঝগ। 

ছবিটি তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়েন গ্রেটা। স্বল্পতম সময়ের মধ্যেই বিশ্বব্যাপী জলবায়ু সচেতনতার ক্ষেত্রে এক পোস্টার গার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

পৃথিবীর বিভিন্ন দেশের লাখ লাখ শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে ‘হ্যাশট্যাগ ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনে যোগ দিয়েছেন। এই শিক্ষার্থীরা প্রত্যেক শুক্রবার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে সজাগ করতে আন্দোলনের অঙ্গীকার করেছেন। গ্রেটার মা মালেনা এর্নমান একজন অপেরা শিল্পী। আর বাবা সভান্তে থানবার্গ একজন অভিনেতা।

 
Electronic Paper