ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ০১, ২০১৯

ফেনী জেলার সোনাগাজীর সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে। ফেনী জেলার সোনাগাজীর সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জ্যেষ্ঠ বিচারক মো. মামুনুর রশিদ উভয় পক্ষের যুক্তি-তর্ক শুনানী শেষে আগামী ২৪ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেন।

সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ ১৬ জন আসামির প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি দাবি করে আদালতের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আক্রামুজ্জামান ও পাবলিক প্রসিকিউটর হাফেজ আহাম্মদ ও শাহাজাহান সাজু এবং আসামী পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন অ্যাডভোকেট মাহফুজুল হক।

এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে মামলার ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার ৯২ জন স্বাক্ষীর মধ্যে আদালতে ৮৭ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেছে।

নুসরাত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নুসরাতের মা বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন।

এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেয়া হচ্ছিলো।

গত ৬ এপ্রিল সকালে আলিম আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় কৌশলে তাকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান।

 

 
Electronic Paper