ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেয়ামতে আলেমদের হিসাব হবে কীভাবে?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ০৮, ২০২০

কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়- কিয়ামতের দিন মহান আল্লাহতায়ালা আলেমদের হিসাব-নিকাশ সবার সামনে নেবেন না। বরং তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে তাদের হিসাব নেবেন পর্দার আড়ালে।

আলেমদের সম্মান বোঝাতে কিছু মানুষ কথাটি বলে থাকেন। কিন্তু এটি একটি মনগড়া কথা; এর কোনো ভিত্তি নেই। পবিত্র কোরআন-হাদিসে এমন কোনো কথা পাওয়া যায় না।

আলেমদের মর্যাদার বিষয়ে এর চেয়ে বড় কথা আর কী হতে পারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের নবীগণের ওয়ারিশ বলেছেন! এ ছাড়া আলেমদের মর্যাদার বিষয়ে তো কোরআনের বহু আয়াত ও সহীহ হাদিস রয়েছে, সেগুলোই যথেষ্ট। এ ধরনের মনগড়া কথা বলা সমীচীন নয়।

বিভিন্ন সহীহ হাদিস থেকেও এ কথা বোঝা যায়, আলেমদের হিসাব পর্দার আড়ালে হবে- এ কথা ঠিক নয়। (দ্রষ্টব্য : জামে তিরমিযি, হাদিস-২৩৮২; সহীহ মুসলিম, হাদিস-১৯০৫)।

সুতরাং আমরা এমন কথা বলব না। আলেমদের মর্যাদার বিষয়ে কোরআনের আয়াত এবং বহু সহীহ হাদিস রয়েছে, সেগুলোই বলব, কোনো মনগড়া কথা বলব না।

 
Electronic Paper