ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম শহর কুড়িগ্রামে তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তার সমাধীতে জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে কবির সমাধী চত্বরে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, এডিএম জিলুফা ইয়াসমিন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাংবাদিক শফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ প্রমুখ।

দেশ বরেণ্য এ লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার ইচ্ছায় নিজ ভূমি কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে সমাহিত করা হয়।

 
Electronic Paper