অগ্রহায়ন পার হওয়া মোর ধু ধু আমন মাঠ
শীত সকালে রোদ পোহানোয় একের নামতা পাঠ
মোয়া-মুড়কি, চিতই পিঠা, খেজুর রসের স্বাদ
দুর্বা ঘাসের ফড়িং ধরার দুরন্ত আহ্লাদ
ঘর পালানো বিকেল, আমার ভয় মাখানো সাঁঝ
ঝম গুড় গুড় বৃষ্টি বেলায় নকশি কাঁথার ভাঁজ
খলসে মাছের রঙধনু রঙ, পানকৌড়ির ডুব
পঙ্খিরাজের পশ্চিম আর লাল সকালের পুব
মুক্ত মাঠের মক্তব আমার, কোরান পাঠের সুর
গল্পে শোনা রাজপুত্তুর, সপ্ত সমুদ্দুর