ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিনাজপুরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
🕐 ৯:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুজন। তাদের মধ্যে দুজন হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এবং অপরজন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। মৃত তিনজন হলেন-হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের হাসনাত দীপ্ত, ফিশারিজ বিভাগের ১৭তম ব্যাচের মোহাম্মদ রাফিদ ইসলাম এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারিয়া আক্তার মৌ। আহতরা হলেন-হাবিপ্রবির ছাত্র মনোয়ার হোসেন ও অন্তু মিয়া।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই পাঁচ শিক্ষার্থী নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানে ঘুরতে যান। তারা শালবন, কাঠের তৈরি ব্রিজসহ নানান স্থাপনা ঘুরে দেখার পর, বিকালে বিল দেখার উদ্দেশে নৌকা নেন। পাঁচজন মিলে নৌকায় বিলটির মাঝখানে গেলে সেখানে নৌকা ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।

স্থানীয়রা আরও জানান, শিক্ষার্থীদের কেউ সাঁতার জানতেন না। নৌকাটি বিলের মাঝখানে ডুবে যাওয়ায় তাদের উদ্ধারে সময় লেগেছে।

 
Electronic Paper