ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুরমায় আবর্জনা পরিষ্কারে তিন ব্রিটিশ এমপি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

সিলেটের ওপর দিয়ে বয়ে গেছে সুরমা নদী। আর এই নদীর দুই তীরেই জমে আছে শহুরে আবর্জনার স্তূপ। এবার সেই আবর্জনা পরিষ্কারে নামলেন ব্রিটিশ তিন এমপি। গতকাল সোমবার সকালে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে সুরমা তীরের আবর্জনা পরিষ্কার করেন তারা।

স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল।

তিন ব্রিটিশ এমপির নেতৃত্বে প্রতিনিধি দল সিলেটে চলমান ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রকল্পের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ পরিচ্ছন্নতা অভিযানে নামে।

এ সময় ব্রিটিশ এমপিরা বলেন, ‘সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। তাদের সঙ্গে পরিবেশ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত।’

তারা সুরমা নদীর পাড় পরিষ্কার রাখতে সবার প্রতি আহ্বান জানান।

 
Electronic Paper